অ্যাডোবির নতুন পোশাক

পরা অবস্থাতেই বদলানো যাবে নকশা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৯:০৫ পিএম পরা অবস্থাতেই বদলানো যাবে নকশা
ছবি ● পোশাকটি প্রদর্শন করেন গবেষক ক্রিস্টিন ডিয়ের্ক

ফটোশপের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি। কয়েক দিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলসে জাঁকজমক করে অনুষ্ঠিত হয় অ্যাডোবি ম্যাক্স ২০২৩।

ফ্যাশন দুনিয়ায় বলতে গেলে ঝড় তুলেছে সেই ইভেন্ট। কারণ এই ইভেন্টে দেখানো হয়েছে এক অদ্ভুত ডিজিটাল পোশাক। ক্লিক করলেই যে পোশাকের রং ও নকশা বদলে যাবে। 

 

পোশাকের নাম প্রজেক্ট প্রিমরোজ। এই পোশাককে বলা হচ্ছে ইন্টার‌্যাক্টিভ। কারণ এক ক্লিকেই ডিজাইন বদলাতে পারে এটি।

অ্যাডোবি ম্যাক্স ২০২৩ ইভেন্টে প্রেজেন্টেশনে পোশাকটি দেখান গবেষক ক্রিস্টিন ডিয়ের্ক। তিনি যেভাবে পোশাকটি প্রদর্শন করেছিলেন, তা সবাইকে অবাক করে দিয়েছিল।

অনবদ্য এই পোশকাটি আসলে ডিয়ের্কেরই মস্তিষ্কপ্রসূত। স্টেজে সকলের সামনে পোশাক প্রদর্শনের সময় তিনি জানান, ডিজিটাল ড্রেস মানুষের জীবনে ফ্যাব্রিকের বদল আনবে।

 

ইন্টার‌্যাক্টিভ পোশাকটি পরে ডিয়ের্ক বলেন, ‘ঐতিহ্যগত পোশাকের পাশাপাশি এমন ডিজিটাল পোশাক আমার লুক মুহূর্তের মধ্যে বদলে দেয়।

স্ট্র্যাপলেস হাঁটু সমান এই পোশাকে রয়েছে ছোট্ট ছোট্ট স্ক্রিন। ক্রিস্টাল গলিয়ে এমন স্ক্রিন বানান হয়েছে।’

অনুষ্ঠানে ডিয়ের্ক নির্দেশনা দিলে সঙ্গে সঙ্গে পোশাকটি রঙ পরিবর্তন করে। মুহূর্তের মধ্যে পরিবর্তন করে নকশার। এমন রূপান্তর উপস্থিত দর্শকদের মোহিত করে। হাততালি দিয়ে বাহ্বা জানান অনেকে।

জাগরণ/প্রযুক্তি/এসএসকে