স্পেশাল অলিম্পিকে অংশ নিচ্ছে ১০৩ অ্যাথলেট 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০১৯, ০৮:৪৯ এএম স্পেশাল অলিম্পিকে অংশ নিচ্ছে ১০৩ অ্যাথলেট 

 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ১৪ থেকে ২১ মার্চ অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক সামার গেমসে অংশ নিচ্ছে ১০৩ জন অ্যাথলেট। মোট ১১  ইভেন্টে ৬৬ জন পুরুষ এবং ৩৭ জন নারী অ্যাথলেট অংশ নিচ্ছেন। 

আগামী শুক্রবার (৮ মার্চ) স্পেশাল অলিম্পিক সামার গেমসে অংশ নিতে আবুধাবি যাচ্ছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ৩৬ জন কর্মকর্তাও যাবেন। 

এবারই প্রথমবার বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল ও নারী ফুটবল ইভেন্টে খেলবে বাংলাদেশ। এছাড়া সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন ফুটবল, টেবিল টেনিসেও বাংলাদেশ অংশ নেবে।  

২০১৫ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সাফল্য টপকে যেতে মরিয়া বাংলাদেশ। সেবার বাংলাদেশ ১৮টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক লাভ করেছিল।

আরএস