ব্রিটেন নয়, আইরিশদের হয়ে অলিম্পিক খেলতে চান ম্যাকলরয় 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৫:০৭ পিএম ব্রিটেন নয়, আইরিশদের হয়ে অলিম্পিক খেলতে চান ম্যাকলরয় 

গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের হয়ে ২০২০ টোকিও অলিম্পিক খেলার সুযোগ থাকলেও, আয়ারল্যান্ডের হয়ে ক্রীড়া জগতের সবচেয়ে বড় ইভেন্টে খেলার ইচ্ছে পোষণ করেছেন গলফার ররি ম্যাকলরয়। 

তিন বছর আগে রিও অলিম্পিকে জিকা ভাইরাসের কারণে অংশ নিতে না পারা ম্যাকলরয় বর্তমানে ইউএস পিজিএ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৪ মে) বেথপেজকে বলেন, 'আমার না খেলার চেয়ে খেলার সম্ভাবনা বেশি (অলিম্পিকে)। আমি মনে করি, খুব ভালো একটি অভিজ্ঞতা হবে। প্রথমে আমরা রয়্যাল সেন্ট জর্জ ওপেন খেলে বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপের জন্য মেম্ফিসে যাবো। এরপর টোকিও যাবো।' 

আইরিশদের হয়ে অলিম্পিকে অংশ নেয়া প্রসঙ্গে ৩০ বছর বয়সী এই গলফার বলেন, 'যখন আমি তরুণ ছিলাম, তখন থেকেই আয়ারল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি ওই শার্ট অথবা ব্লেজার পড়তে পারলে গর্বিত বোধ করবো।'

এসএইচএস