টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ ও সিধুর পাশে সাকিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:৩৯ এএম টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ ও সিধুর পাশে সাকিব 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ৯ ম্যাচের মধ্যে ৫টি অনুষ্ঠিত হয়ে গেছে ইতোমধ্যেই। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে ৪টি ম্যাচ। আর এই চার ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্কোর যথাক্রমে ৭৫, ৬৪, ১২১ ও ১২৪। 

এই নিয়ে বিশ্বকাপের প্রথম চার ইনিংসেই পঞ্চাশের বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন সাকিব। সাকিবের আগে কোনো বিশ্বকাপের প্রথম চার ইনিংসেই পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন আর মাত্র তিনজন। 

১৯৮৭ বিশ্বকাপে ভারতের নভ্যোজাত সিং সিধু, ১৯৯৬ বিশ্বকাপে কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ প্রথম চার ইনিংসেই ফিফটি প্লাস রান করেছিলেন। এবারের বিশ্বকাপে এমন কীর্তি গড়ে তাদের পাশে বসলেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

এমএইচএস