খেলা বন্ধের পেছনে ষড়যন্ত্র আছে : প্রধানমন্ত্রীকে পাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৩:৪৪ পিএম খেলা বন্ধের পেছনে ষড়যন্ত্র আছে : প্রধানমন্ত্রীকে পাপন
বাঁ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে হঠাৎ করেই নেমে এসেছে ঘোর ক্রান্তিকাল। চারদিকে কেবলই অনিশ্চয়তা আর শঙ্কা। দুই দিন পরই শুরু হওয়ার কথা বহু আকাঙ্খিত ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প। অথচ এখনো তা শুরু হবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

১১ দফা দাবিতে ইতোমধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। মঙ্গলবার বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন থেকেও মেলেনি কোনো সমাধান। উদ্ভুদ পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বিসিবি। 

বুধবার (২৩ অক্টোবর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে গণভবনে যায় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেখানে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে প্রধানমন্ত্রীকে পাপন বলেন তাদের এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে। 

শেখ হাসিনাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দরজা সবসময় খেলোয়াড়দের জন্য খোলা, কেন ক্রিকেটাররা অবহিত না করে আন্দোলনে গেলেন, এ কারণে তিনি ক্ষুব্ধ। খেলোয়াড়দেরর সব দাবি মেনে নিতে আমরা প্রস্তুত। খেলা বন্ধের পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।’

এমএইচবি

আরও সংবাদ