বিপিএলে তামিমের ঠিকানা ঢাকা প্লাটুন

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৭:১৭ পিএম বিপিএলে তামিমের ঠিকানা ঢাকা প্লাটুন

বিপিএলের একেবারে শুরুর আসর থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লীগে আছে ঢাকা। ছয় আসরে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে তারা। ঢাকা গ্ল্যাডিয়েটরস থেকে ঢাকা ডায়নামাইটস হয়ে বিপিএলের সপ্তম আসরে নাম হয়েছে ঢাকা প্লাটুন। আগের ছয় আসরে মাশরাফীর অধীনে দুইবার ও সাকিবের নেতৃত্বে একবার শিরোপা জেতে তারা। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবকিছুই সাজানো হয়েছে নতুন করে। বিপিএলের এবারের আসরে তাদের দেশীয় ক্রিকেটারদের মধ্যে ঢাকা সবচেয়ে বড় তারকা হিসেবে পেয়েছে তামিম ইকবালকে। সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিপিএলের ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় তারা। 

ড্রাফটের বল থেকে দুই নম্বর প্লেয়ার ডাকার সুযোগ পায় ঢাকা। সেখান থেকে তারা তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে । ৫০ লক্ষ টাকা ভিত্তি মূল্যের এ প্লাস ক্যাটাগরি থেকে তাকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন।

এমএইচবি/আরআইএস