টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২২, ১০:০৭ পিএম টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে উন্নতি হয়েছে বাংলাদেশের।

একধাপ এগিয়ে টাইগাররা এখন আট নম্বরে।

বুধবার (৪ মে) র‍্যাঙ্কিংয়ে হালনাগাদের পর লাল-সবুজের দলের দুই রেটিং পয়েন্ট বেড়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের দলের মোট রেটিং পয়েন্ট এখন ২৩৩।

একধাপ এগিয়েছে শ্রীলঙ্কাও, বেড়েছে এক রেটিং পয়েন্ট। তাদের রেটিং পয়েন্ট ২৩০। ছয় রেটিং পয়েন্ট কমায় আফগানিস্তান দুধাপ পেছনে পড়ে ১০-এ নেমেছে। দলটির রেটিং পয়েন্ট ২২৬। ভারত আগের ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ। বেড়েছে দুই রেটিং পয়েন্ট। তামিম ইকবালের দলের পাশে বর্তমানে ৯৫ রেটিং পয়েন্ট। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখা নিউজিল্যান্ডের বেড়েছে তিন রেটিং পয়েন্ট। কিউইদের পয়েন্ট এখন ১২৫।

টেস্টে নয় নম্বরেই আছে মুমিনুল হকের দল। রেটিং পয়েন্টে আসেনি পরিবর্তন, এখনো তা ৫১। সাদা পোশাকে দাপট দেখিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। বেড়েছে নয় রেটিং পয়েন্ট, যা এখন ১২৮।

জাগরণ/খেলা/ক্রিকেট/এমএ/এসএসকে