বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপে

স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২২, ১২:১৮ এএম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ
মোহাম্মদ নিজামউদ্দিন ● সংগৃহীত

বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২১-এ স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ নিজামউদ্দিন। যিনি সালদিন যোগী নামে পরিচিত। সম্প্রতি প্রতিযোগিতাটি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতায় ৪১টি দেশের অংশগ্রহণকারীরা প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতাটি আয়োজন করে আন্তর্জাতিক ইয়োগা অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক ইয়োগা ফেডারেশন। এই আসরের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল: বিশ্ব শান্তি ও ঐক্যের লক্ষে ইয়োগা গেমস।

স্বর্ণপদক জেতা সালদিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সালদিন যুক্তরাষ্ট্রের ইয়োগা অ্যালায়েন্সের সাথে যুক্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত একজন ইয়োগা শিক্ষক।

 

২০১৮ সালে দ্বিতীয় দক্ষিণ এশিয়া ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এর ফলে এই খেলাটিতে আন্তর্জাতিক পদক পাওয়া প্রথম খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। এবার ছাড়িয়ে গেছেন সেই সাফল্যকেও।

জাগরণ/খেলা/অলিম্পিকইয়োগা/এসএসকে