২৪ স্বর্ণসহ ৩৩ পদক নিয়ে আজ দেশে ফিরছে অলিম্পিক দল

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০১:৩৭ এএম ২৪ স্বর্ণসহ ৩৩ পদক নিয়ে আজ দেশে ফিরছে অলিম্পিক দল
ছবি ● সংগৃহীত

২৪ স্বর্ণ, চার রৌপ্য এবং পাঁচ ব্রোঞ্জ পদক নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ অলিম্পিক দল। সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের বিমানে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।

গত ১৭ থেকে ২৫ জুন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় এবারের স্পেশাল অলিম্পিক গেমসের নানান ইভেন্টে।

নুরুল আলমের নেতৃত্বে এবারের আসরে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ, দুইজন চিকিৎসক এবং দুইজন সহকারী দলনেতা ছিলেন।

বাংলাদেশের স্পেশাল অ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আটটি ক্রীড়ায় ২৪টি স্বর্ণ, চারটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করে।

মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অ্যাথলেটিকসে ছয়টি স্বর্ণ, তিনটি রৌপ্য, ব্যাডমিন্টনে পাঁচটি স্বর্ণ, বোচীতে ছয়টি স্বর্ণ, সাঁতারে চারটি স্বর্ণ, তিনটি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করেছে।

জাগরণ/খেলা/স্পেশালঅলিম্পিকগেমস/এসএসকে