‘মেসিকে বিশ্রাম দেয়ার কারণ দেখছিনা’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০১:৫৩ এএম ‘মেসিকে বিশ্রাম দেয়ার কারণ দেখছিনা’
ছবি ● ফাইল ফটো

টানা খেলছেন লিওনেল মেসি। পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। এরপর ঠিক মতো বিশ্রাম পাননি লিও। খেলেছেন টানা ১১ ম্যাচ। ১১ গোলের সঙ্গে আটটি সহায়তা দিয়েছেন। 

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নতুন মিশন শুরু করছে। শুক্রবার ভোর ছয়টার ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে। 

ওই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রামে রাখা হবে কিনা এমন প্রশ্নে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসিকে বিশ্রাম দেওয়ার কোন কারণ তিনি দেখেন না। 

স্কালোনি বলেছেন, ‘আমি তাকে ভালোই দেখছি। সে খেলার জন্য উন্মুক্ত। আমরা তাকে দলে পেয়ে খুশি। আমাদের পরিকল্পনা হলো তাকে খেলানো। যদি কোন সমস্যা না থাকে আমরা তাকে যতটা সম্ভব খেলাতে চাই।’ 

মেসির মাঠে থাকা দলের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ। সাবেক এই ফুটবলার বলেছেন, ‘আমাদের আপাতত অন্য কোন (তাকে খেলানো ছাড়া) চিন্তাভাবনা নেই। আমাদের জন্য, তার মাঠে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তার কোন সমস্যা না থাকলে তাকে বিশ্রাম দেওয়ার কোন কারণ নেই।’

জাগরণ/খেলা/বিশ্বফুটবল/এসএসকে