• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৩:৪৯ পিএম

শোক দিবসে রক্তদান কর্মসূচি সুপ্রিম কোর্টে

শোক দিবসে রক্তদান কর্মসূচি সুপ্রিম কোর্টে

জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানান হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৮টায় কোরআন খতম। সকাল ১০টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত। ১০টা ৩০ মিনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন।

চিঠিতে বলা হয়েছে, ‘‘আর্ত-পীড়িত মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ বিধায় উল্লিখিত দোয়া ও মোনাজাত এবং রক্তদান কর্মসূচিতে সুপ্রিম কোর্টের সব কমকর্তা-কর্মচারীদের আবশ্যকভাবে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।’’

এমএ/এসএমএম

আরও পড়ুন