• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:৫৩ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:৫৩ এএম

‘বিএনপির অভিযোগ বিভ্রান্তিকর, মিথ্যা’

‘বিএনপির অভিযোগ বিভ্রান্তিকর, মিথ্যা’
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মস্কোর ভূমিকা নিয়ে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তাকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে দাবি করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

রাশিয়া, চীন ও ভারতের কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের সরকারকে নির্বাচিত করেছে।

কর্মকর্তারা বলেছেন, ৪১ দশমিক ৮০ শতাংশ মানুষ এবার ভোট দিয়েছে। যারা অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। এখানে রাশিয়া কী করছে? আমরা কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না, বিশেষ করে বাংলাদেশের মতো বন্ধুদেশে। এটা এক ধরনের বিভ্রান্তিকর তথ্য বা মিথ্যা। এগুলো বিশ্বাস করবেন না।

গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার সরকার, ভারত, চীন আর রাশিয়ার। এটা বাংলাদেশের জনগণের সরকার না।

জাগরণ/কূটনীতি/এসএসকে