• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২৪, ০৭:৪৮ পিএম

বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন

বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন
ছবি : জাগরণ

ভালোবাসায় বাঁচুক সবুজ, সবুজে বাঁচুক প্রাণ—শ্লোগানটি সামনে রেখে ফরিদপুর রেল স্টেশন প্রাঙ্গণে ‘ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন’ -এর উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষ বিতরণ কর্মসূচি।

শুক্রবার (৫ জুলাই, ২০২৪) শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা বৃক্ষপ্রেমিক প্রয়াত শিক্ষক মুজিবুর রহমান স্মরণে বাগানীদের মধ্যে বৃক্ষ বিতরণের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন হয়। 

উক্ত কর্মসূচীর মধ্যমে বাগানীদের মধ্যে রক্ত কাঞ্চন, কলাবতী, ১১ ভ্যারাইটি রেইন লিলি কন্দ, হাইনান ইয়েলো ল্যানটার্ন চিলি চারা (ফ্রান্স থেকে সংগ্রহ করা মরিচ চারা), ডারউইন ব্লাড কাঠগোলাপ কাটিং নামের গাছ বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব অমিত মনোয়ার, এডভোকেট শিপ্রা গোস্বামী, ক্ষীনা রহমান এবং ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন-এর সভাপতি সাগর নন্দী ছাড়াও প্রয়াত শিক্ষক মুজিবর রহমানের পরিবারের সদস্যবৃন্দ।

 

এসকেএইচ//