• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৭:১৯ পিএম

‘প্রশাসনের দুর্নীতির কারণে মানুষের কষ্ট বৃদ্ধি পাচ্ছে’

‘প্রশাসনের দুর্নীতির কারণে মানুষের কষ্ট বৃদ্ধি পাচ্ছে’
জাসদ সভাপতি হাসানুল হক ইনু- ফাইল ছবি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা-দায়িত্বহীনতা-দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার হবার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। 

মঙ্গলবার (৩০ জুলাই) জাসদের উদ্যোগে ‘দেশব্যাপী সুশাসন দিবস’ উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। বুধবার এ দিবসটি পালন করবে জাসদ। 

এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইনু ডেঙ্গু আক্রান্ত অসুস্থদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোন গাফিলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে, মানুষ বাঁচাকে সবাই এক সাথে মাঠে নামুন। তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। 

জাসদ ঢাকা মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমূখ। 

টিএস/টিএফ

আরও পড়ুন