• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৩:০৯ পিএম

চাঁদপাই রেঞ্জে আরিফ বাহিনীর প্রধানসহ ৪ বনদস্যু নিহত

চাঁদপাই রেঞ্জে আরিফ বাহিনীর প্রধানসহ ৪ বনদস্যু নিহত

 

পূর্ব সুন্দরবনের বাগেরহাট জেলার চাঁদপাই রেঞ্জে র‌্যাব- ৮ এর সঙ্গে বনদস্যু আরিফ বাহিনীর প্রধান আরিফসহ ৪ বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুন্দরবনের জোংড়া খাল এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। র‌্যাব- ৮ এর পক্ষ থেকে সেলফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর  জোংড়ার খাল এলাকায় দস্যুরা অবস্থান করছে বলে গোপন খবর পাওয়া যায়। এই সংবাদে সোমবার দুপুর ১২টার দিকে অভিযানে নামে র‌্যাব ৮ এর সদস্যরা । কাছাকাছি পৌঁছালে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এসময় বনদস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কেএসটি