• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৮:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩১, ২০২৪, ০৮:৩৭ পিএম

এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়

ফরিদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি : জাগরণ

ফরিদপুর সদরের গেরদায় আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 


বুধবার (৩১ জানুয়ারি, ২০২৪) ‌বিদ্যালয়টির নিজস্ব মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি গেরদা ইউনিয়নে পশরায় ট্রেনিং সেন্টারের  উদ্বোধন অনুষ্ঠানে তিনি সবাইকে আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, আমরা প্রতি মাসে ৪০০-৫০০ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দেবো এবং প্রশিক্ষণ শেষে ঢাকায় নিয়ে চাকরির ব্যবস্থা  করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এ কে আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি ও আজীবন দাতা লোনা টি. রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির আজীবন দাতা সদস্য অধ্যাপক সৈয়দ আ স ম আলম, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মাসুদ হোসেন, আইভি মাসুদ, আবুল বাতিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

এসকেএইচ//