• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৬, ২০১৯, ০৩:৩৯ পিএম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

 

ফেনী দাগনভূঞা দুধমুখাতে সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত ও তিন জন আহত হয়েছে। ঘটনার পর ফেনী বসুরহাট সড়ক ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার (১৬ মার্চ) সকালে ফেনী দুধমুখা বাজারে মাটি বহনকারী টাক্টরের চাপায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে রিকশাযোগে স্থানীয় আইডিয়াল একাডেমি স্কুলের তিন শিক্ষার্থী যাওয়ার পথে মাটি পরিবহনের টাক্টর চাপা দিলে ঘটনাস্থলে ২য় শ্রেণির ছাত্রী আইনুর নাহার আনিকা (৭) নিহত হয়।

আহতদের স্থানীয় দাগনভূঞা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুমুখা উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং স্থানীয় ইটভাটায় হামলা ও ভাঙচুর চালায়। 

স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে। 

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।

কেএসটি