• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০১৯, ০৮:৪৭ পিএম

বাবার বিয়ে মেনে নিতে না পেরে মেয়ের আত্মহত্যা

বাবার বিয়ে মেনে নিতে না পেরে মেয়ের আত্মহত্যা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে বেদে নারীকে বিয়ে করায় বাবার ওপর অভিমান করে মাহমুদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহমুদা ওই গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে ও হায়দরগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, মাহমুদার বাবা হারুন সম্প্রতি এক বেদে নারীকে বিয়ে করেন। কিন্তু মেয়েটি বাবার এ বিয়ে মেনে নিতে পারেনি। শনিবার দুপুরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। পরে তার মরদেহ উদ্ধার করে হাজিমারা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ সময় তার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাহমুদার লেখা চিরকুটে উল্লেখ ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবার বিয়ে মেনে নিতে পারেনি বলেই সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসসি/