• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৯:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৯:৩৮ পিএম

ভারতে প্রবেশকালে বেনাপোলে ১২ নারী-পুরুষ আটক

ভারতে প্রবেশকালে বেনাপোলে ১২ নারী-পুরুষ আটক

সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এমপির মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য বড়আঁচড়া এমপির মোড় নামক স্থানে অপেক্ষা করছেন। এমন সংবাদের ভিত্তিতেসেখানে অভিযান চালিয়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এনআই