• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৮, ০৫:২৮ পিএম

পিরোজপুরে জেএমবি সদস্য গ্রেফতার 

পিরোজপুরে জেএমবি সদস্য গ্রেফতার 

 

পিরোজপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম ওরফে নূরু (৪৫) নামে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৮)। বুধবার (২৮ নভেম্বর) জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জেএমবি সদস্য বাগেরহাট সদর থানার পুরাতন বাজার মেইন রোডস্থ অরিন মঞ্জিলের মৃত সাহেব আলী’র ছেলে। পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তার মাধ্যমে অভিযানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নূরুল ইসলাম স্বীকার করেছে, সে জেএমবি’র সক্রিয় সদস্য। ২০১৪ সালে সাকিব ওরফে তারিক নামের একজনের মাধ্যমে সে জেএমবি’র উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়। এরপর নাজমুল ওরফে উকিল, মানিক ব্যাপারী, আতিকুর রহমান শাওন ওরফে বাবু, অলিউর রহমান মিজানসহ অনেকের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হওয়াসহ জেএমবি’র প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয় সে।


এসসি/আরআই