• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ০৩:৫৫ পিএম

চুয়াডাঙ্গায় কোথায় কখন ঈদের জামাত

চুয়াডাঙ্গায় কোথায় কখন ঈদের জামাত

 

ঈদুল ফিতরে চুয়াডাঙ্গা শহর ও আশপাশ এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এবার জেলার মোট ৭১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৩২টি, সদর উপজেলায় ২১৩টি, আলমডাঙ্গা উপজেলায় ২৩৯টি, দামুড়হুদা উপজেলায় ১২৯টি এবং জীবননগর উপজেলায় ৯৭টি ঈদগাহ ময়দান রয়েছে।

চুয়াডাঙ্গার কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে ভি.জে হাইস্কুল ময়দান প্রাঙ্গন (চাঁদমারী মাঠ) সকাল ৮টায়, পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত করতে সার্বিক কার্যক্রম ও বাস্তবায়নে থাকবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ও ঈদগাহ পরিচালনা কমিটি।

আলমডাঙ্গায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় দারুস সালাম ঈদগাহ ময়দানে, দামুড়হুদায় প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ডিএস দাখিল মাদরাসা ঈদগাহ ময়দানে, দর্শনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেরুজ ফুটবল মাঠ প্রাঙ্গনে, জীবননগরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

এদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় সম্ভাব্য ৩১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরমধ্যে সদর উপজেলা পরিষদে সকাল সাড়ে ৮টা, পুলিশ লাইন্স ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, কারাগার সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে সকাল পৌনে ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ ময়দানে সকাল ৯টায়, ভিমরুল্লাহ ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায় সকাল সাড়ে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে সকাল ৮টায়, সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল পৌনে ৯টা, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গনে সকাল ৯টায়, বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় সকাল সাড়ে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজ সংলগ্ন মাঠে সাড়ে ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, বেলগাছি ঈদগা ময়দানে সকাল ৮টায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে সকাল পৌনে ৯টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল প্রথম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায়, আল-হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল সাড়ে ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদে সাড়ে ৮টায়, নূরনগর-কলোনিপাড়া ঈদগা ময়দানে সকাল ৮টায়, বড়বাজার জামে মসজিদে সকাল ৮টায়, ওয়াপদা ঈদগা ময়দানে সোয়া ৮টায়, সাতগাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, দিগড়ি ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, তালতলা ঈদগা ময়দানে সকাল ৮টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, শান্তিপাড়া বায়তুস শিফা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, মুসলিমপাড়া ঈদগা ময়দানে সকাল পৌনে ৮টা, চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে সকাল ১০টায় জাকের পার্টির ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এসজেড