• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৬:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৬:২৬ পিএম

উখিয়ায় ইইউ প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা নেতাদের বৈঠক

উখিয়ায় ইইউ প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা নেতাদের বৈঠক
উখিয়ায় ইইউর সফররত প্রতিনিধিদলের সঙ্গে রোহিঙ্গা নেতাদের বৈঠক ছবি : জাগরণ

কক্সবাজারের উখিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত প্রতিনিধিদলের সঙ্গে রোহিঙ্গা নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এ সময় রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, উদ্বাস্তু হিসেবে খুব খারাপ অবস্থার জীবনের অবসান চান তারা। যত দ্রুত সম্ভব ন্যূনতম অধিকারগুলোর নিশ্চয়তা দিয়ে দ্রুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি রাখাইনে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইইউ প্রতিনিধিদলের কাছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী অ্যামন গিলমার নেতৃত্ব দেন।

এর আগে প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং ডি-৫ এ রোহিঙ্গাদের উৎপাদিত সাবান ফ্যাক্টরি ও টিভি টাওয়ার-সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় অ্যামন গিলমার ১৫ জন পুরুষ রোহিঙ্গার সাথে মিয়ানমারের আর্মি কর্তৃক হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন বিষয়ের কথা গভীর মনোযোগসহকারে শোনেন।

প্রতিনিধিদলকে রোহিঙ্গা নেতারা এসব দাবির কথা তুলে ধরেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মাস্টার মহিবুল্লাহ বলেন, বাংলাদেশের আশ্রয় ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে উদ্বিগ্ন। এখানে প্রতিনিয়ত জীবনের হুমকিমূলক ঘটনা ঘটছে। এতগুলো মানুষ একসাথে অবস্থান করায় কোনো ধরনের সামাজিক আচার-আচরণ ও শৃঙ্খলা নেই।

ইউরোপীয় ইউনিয়নের সফররত বিশেষ প্রতিনিধিদলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, কুতুপালং ১-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিনিয়র সচিব মো. রেজাউল করিমসহ সরকারি কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছাড়াও রোহিঙ্গাদের ১৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। কুতুপালং-২ নং ক্যাম্পের ডি-৫ ব্লকের একটি কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত একাধিক স্থাপনা ঘুরে দেখেন।

এনআই