• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৬:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৬:২০ পিএম

দলবদ্ধ ধর্ষণ মামলায় শরীয়তপুরে ২ জনের ফাঁসির আদেশ

দলবদ্ধ ধর্ষণ মামলায় শরীয়তপুরে ২ জনের ফাঁসির আদেশ

দলবদ্ধ ধর্ষণ মামলায় শরীয়তপুরে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 
বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুস সালাম খান আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শরীতপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারীর ছেলে সুজন বেপারী (২৮) এবং একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী জানান, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টার দিকে জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা ওই তরুণীকে মুখ চেপে ঝাপটে ধরে বাঁশঝাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই তরুণীর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলার ৩নং আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস দেন।

অ্যাডভোকেট মির্জা হজরত আলী আরও বলেন, আসামিরা জামিনে বের হয়ে প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। আসামিদের অনুপস্থিতিতে মামলার দুই আসামির ফাঁসির আদেশ দেন আদালত।

কেএসটি