• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১, ২০১৯, ০৯:২১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০১৯, ০৯:২১ এএম

যশোরে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক

যশোরে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক

যশোরে কাভার্ডভ্যানে ফেনসিডিলসহ দু’পাচারকারীকে আটক হয়েছে। রোববার রাত ১২টার দিকে বেনাপোল ৬ নং গেটের সামনে থেকে এসব ফেনসিডিলসহ পাচারকারীকে আটক করে যশোর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মুছা গাজীর ছেলে আলী আকবর এবং একই গ্রামের মৃত. খালেক মোল্যার ছেলে আ. রহিম, তবে ফেনসিডিলের মূল মালিক পলাতক বেনাপোল কাগমারি গ্রামের আ. রাজ্জাকের পূত্র আলাউদ্দিন বলে জানান গোয়েন্দা পুলিশের সদস্যরা। 

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি একটি কাভার্ড ভ্যানে করে ফেনসিডিল পাচার করছে। এসময়ে জেলা গোয়েন্দা শাখার এসআই মুরাদ হোসেন ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সেখানে ফোর্স পাঠায়। রাত ১২টার দিকে তারা একটি কাভার্ড ভ্যানসহ দু’জনকে আটক করে। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি করে ৩৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে এসআই মো. মুরাদ হোসেন বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে বলে তিনি জানান। 

কেএসটি