• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৩:৪০ পিএম

বিচারকের কক্ষে খুনের মামলা ডিবিতে হস্তান্তর

বিচারকের কক্ষে খুনের মামলা ডিবিতে হস্তান্তর
আসামি হাসান

কুমিল্লার আদালতে বিচারকের কক্ষে আসামির ছুরিকাঘাতে অপর আসামির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) এ হত্যা মামলার আসামি হাসানকে আদালতে হাজির করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর প্রদীপ মন্ডল জানান, আদালতে হাজিরা দিতে এসে আসামি ফারুককে অপর আসামি হাসান বিচারকের কক্ষে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করার কথা প্রাথমিক জবানবন্দিতে শিকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটা হাসান বাড়ি থেকেই সঙ্গে করে নিয়ে আসে ফারুককে হত্যার উদ্দেশ্য করে। এ বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আসামি হাসানকে আদালতে হাজির করা হয়েছে। 

এদিকে, সোমবার (১৫ জুলাই) আদালতে বিচারকের খাস কামরায় খুনের ঘটনার পর থেকে আদালত পারায় পুলিশের তল্লাশি চৌকি ও কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেএসটি