• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৪:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৪:২৪ পিএম

ভালুকায় ছেলেধরা সন্দেহে নারীকে গণধোলাই

ভালুকায় ছেলেধরা সন্দেহে নারীকে গণধোলাই
ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের শিকার মালেকা - ছবি : জাগরণ

ছেলেধরা সন্দেহে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামসুর এলাকায় এক নারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুলাই) দুপুরে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, ওই নারী ভালুকার পাঁচগাঁও গ্রামের শাহ আলমের স্ত্রী মালেকা (৩৫)। তিনি স্থানীয় একটি মোটরসাইকেল কারখানার বুয়া (কাজের মহিলা)।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ভালুকার ধামসুর গ্রামে ছেলেধরা (গলাকাটা) সন্দেহে এক নারীকে গণধোলাই দেয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মালেকা নামের ওই নারীকে উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত ওই নারী জানান, শনিবার সকালে তিনি অসুস্থতা অনুভব করায় কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভালুকায় হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য রওনা হন। কিছুদূর আসার পর ক্লান্তিবোধ করায় স্থানীয় একটি স্কুলের সামনে বসে বিশ্রাম নেয়ার সময় তার সাথে বাজারের ব্যাগ দেখে স্থানীয়রা তাকে ছেলেধরা (গলাকাটা) সন্দেহে গণধোলাই দেয়।

এ খবর চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমায়। বর্তমানে ওই নারী পুলিশের হেফাজতে রয়েছেন।

এনআই

আরও পড়ুন