• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৮:৫৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৮:৫৫ এএম

হবিগঞ্জে একদিনে ১০  করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জে একদিনে ১০  করোনা রোগী শনাক্ত
প্রতীকী ছবি

হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের রিপোর্ট এসে পৌঁছেছে। তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে প্রেরণ করা হয়েছিল। 

সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে লাখাই উপজেলার ৩, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১, আজমিরীগঞ্জের ২ ও চুনারুঘাট উপজেলার ১ জন রয়েছেন। তারা সবাই নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে কে কোথা থেকে এসেছেন তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জেডএইচ/এসকে

আরও পড়ুন