• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৯:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২১, ০৯:৫৮ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে ‘হাসিনার’ জন্ম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে ‘হাসিনার’ জন্ম

১৭ মার্চ (বুধবার) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সারাদেশে পালিত হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১০১তম মুজিব জন্মবার্ষিকীর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর কন্যার নামের সঙ্গে মিল রেখে জন্ম নেওয়ায় শিশুর নাম রাখা হয়েছে ‘হাসিনা’।

খবর পেয়ে ওই শিশু হাসিনাকে উপহার দিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও থানা অফিসার ইনর্চাজ হারুনুর রশিদ। 

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নেরর রামপুর পরিবার কল্যাণ কেন্দ্রে এক ভিন্ন ধরণের অনুভূতির সৃষ্টি হয়। শিশুটি নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে।

তার বাবা আলাউদ্দিন উপজেলার সৈয়দপুর গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। হাসিনার মায়ের নাম শারমিন। তাদের প্রথম সন্তান এই শিশু হাসিনা।

স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী সান্ত্বনা রানী জানান, শিশু হাসিনা ও তার মা সুস্থ আছেন। 

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, “জাতির জনক শেখ মজিবুর রহমানের ১০১তম বর্ষের প্রথম দিনে শিশুটি জন্ম নেওয়ায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল রেখে হাসিনা রাখা হয়েছে।”

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেনসহ আরও অনেকেই।