• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২১, ১০:৫৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২১, ১১:০৮ এএম

পিপি হত্যার রায়ের প্রতিবাদে হরতাল চলছে

পিপি হত্যার রায়ের প্রতিবাদে হরতাল চলছে

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের তৎকালীন পিপি অ্যাডভোকেট হবিবুর রহমান ও তার ছোট ভাই মনীর হোসেন মুন্সী হত্যা মামলায় প্রকাশিত রায়ের প্রতিবাদে অর্ধবেলা হরতাল চলছে।

সোমবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। শরীয়তপুর পৌরসভার সর্বস্তরের মানুষের ডাকা এই হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এ সময় পৌরসভার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে খাদ্য ও ওষুধের দোকান খোলা রয়েছে। এছাড়াও রাস্তায় আগুন জ্বালিয়ে ও চেয়ার-টেবিল রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। 

শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, "আমার বাবা ও চাচাকে দিনের আলোতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত খুনীদের আড়াল করে ২০ বছর পরে এই হত্যা মামলার রায় প্রকাশ করা হয়েছে। আমরা এই রায় মানি না।"