• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ১২:২৯ পিএম

শুটারগানসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

শুটারগানসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

পাবনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

শনিবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) সকালে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই কিশোর হলো দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সদর থানার দোপখোলা এলাকা থেকে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসছিল তারা। গ্রেপ্তার দুই কিশোরের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।