• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ১০:৪৮ এএম

পুলিশ-যুবকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল

পুলিশ-যুবকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল

ফেনীতে পুলিশের সঙ্গে এক যুবকের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোববার (১৮ এপ্রিল) বিকেলে শহরের ট্রাংক রোডের মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

তাদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ৩ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ফেনী মডেল স্কুলের সামনে চেকপোস্টে রোববার বিকেলে কর্তব্যরত অবস্থায় ছিলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) যশোমন্ত মজুমদার। এ সময় মাস্কবিহীন এক যুবক রিকশায় শহরের উকিলপাড়া থেকে ট্রাংক রোডের দিকে যাচ্ছিলেন।

যশোমন্ত মজুমদারের নির্দেশে পুলিশ সদস্যরা তার রিকশার গতি রোধ করেন। কেন তার রিকশা গতি রোধ করা হলো জানতে চেয়ে ওই যুবক চিৎকার করতে থাকেন।

ওই যুবক বলতে থাকেন, “অন্য রিকশা ছেড়ে দিছস। আমার রিকশা কেন ধরা হয়েছে?” এ সময় পুলিশ সদস্যরা তাকে রিকশা থেকে জোরপূর্বক নামান। পুলিশ তার হাতে হাতকড়া লাগানোর চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এলাকাবাসী জানিয়েছেন, ওই যুবকের নাম শহীদ (৩২)। সদর উপজেলার ভূঞারহাট এলাকার বাসিন্দা তিনি।