
জয়পুরহাটে এক গৃহবধুকে (২২) ধর্ষণের অভিযোগে বিকাশ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার কড়ই সোনার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান জানান, রোববার (১৮ এপ্রিল) রাতে ওই গৃহবধূ বাড়ির ভিতরে টিউবওয়েলে পানি উঠাতে গেলে বিকাশ তাকে জোড়পূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।
ওই গৃহবধূ পরের দিন থানায় এসে নিজেই বাদি হয়ে বিকাশের নামে একটি ধর্ষণ মামলা করেন।
মামলার পর বিকাশকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত বিকাশকে হাজতে পাঠানো হয়।
ওই গৃহবধূর জবানবন্দি রেকর্ড করে মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে জানান আলমগীর জাহান।