
জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে ছুফিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) ভোরে জেলার কালাই উপজেলার মাত্রাই শালগুন গ্রাম থেকে উজ্জ্বলকে আটক করা হয়। এর আগে ভোরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছুফিয়া বেগম।
নিহত ছুফিয়া বেগম জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমর গ্রামের তসলিম মন্ডলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ এপ্রিল) ইফতারের আগে চুলা থেকে ছাই ওঠানো নিয়ে উজ্জ্বলের স্ত্রী মেনেকা বেগমের সঙ্গে ঝগড়া হয় ছুফিয়া বেগমের। পরে রাতে বাড়ি ফিরে এ নিয়ে রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন উজ্জ্বল। এতে ছুফিয়ার মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ছুফিয়া বেগমকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ছুফিয়া বেগমের মৃত্যুর পর উজ্জ্বলকে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।