• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ১২:০৬ এএম

গোলায় আগুন,পুড়েছে শতাধিক মণ ধান

গোলায় আগুন,পুড়েছে শতাধিক মণ ধান

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে ধান কাটা শ্রমিকদের গোলায় আগুন লেগে পুড়ে গেছে নগদ টাকা সহ প্রায় শতাধিক মণ ধান। 

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের নান্দাইল থেকে নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলের নগর ইউনিয়নে ধান কাটতে যান শ্রমিকরা।  প্রায় ২০/২৫ দিন আগে থেকে শ্রমের বিনিময়ে ধান নিয়ে হাওরের ধান কাটা শুরু করেন। শ্রমিকদের থাকার জন্য হাওরে অস্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়। সেখানে শ্রমের বিনিময়ে পাওয়া ধান রাখা হয়।

দুপুরের দিকে কৃষক সাইদুল মিয়া(৪০) রান্না করে ঘুমিয়ে গেলে চুলা থেকে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গোলায় থাকা সবকিছু পুড়ে যায়।

কৃষকদের দাবি,  প্রায় ১০০ মন ধান, ও নগদ ৫০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন সেটসহ শ্রমিকদের এক মাসের খাদ্য সামগ্রী আগুনে পুড়ে যায়। 

নগর ইউনিয়নের ইউপি সদস্য আশুতোষ সরকার বলেন, "সব পুড়ে যাওয়ায় শ্রমিকরা খুব সমস্যায় পড়েছেন।"

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, "খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম শ্রমিকদের খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহত শ্রমিককে চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে।"