• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৯:২৬ এএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০২:১৪ পিএম

পদ্মায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, মৃত্যু ২৫

পদ্মায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, মৃত্যু ২৫

মাদারীপুরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে স্পিডবোট ডুবে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এখনও হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, একটি স্পিডবোট ৩০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।

আশিকুর রহমান বলেন, “উদ্ধার অভিযান চালিয়ে ২৫ জনের লাশ পাওয়া গেছে। আমাদের উদ্ধারকাজ চলছে।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্পিডবোটটি মাঝারি ধরনের। জীবিতদের কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযান চলছে।