• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০৭:৪৩ পিএম

টিকার দ্বিতীয় ডোজের জন্য বিক্ষোভ

টিকার দ্বিতীয় ডোজের জন্য বিক্ষোভ

চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজের দাবিতে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ।

রোববার (৯ মে) সকালে নগরীর সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারীরা জানান, দ্বিতীয় ডোজের টিকার জন্য মোবাইল ফোনে বার্তা পেয়ে তারা হাসপাতালে এসেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, টিকা দেয়া এখন বন্ধ। টিকা আদৌ দেয়া হবে কি না সে বিষয়টিও তারা পরিষ্কার করে জানায়নি। এ কারণে তারা বিক্ষোভ করেছেন।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আখতার চৌধুরী বলেন, ‘আমাদের টিকাদান কার্যক্রম চলমান আছে। সকালে সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হয়। তাতে ক্ষুব্ধ হয়ে যান টিকা নিতে আসা লোকজন।’