• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৩:০৪ পিএম

ফেরিঘাটে যাত্রীর চাপে ৫ জনের মৃত্যু

ফেরিঘাটে যাত্রীর চাপে ৫ জনের মৃত্যু

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীর চাপে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক যাত্রী। 

বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে আরো একজন মারা যান।