
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ফেরিঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে।
রোববার সকাল (১৬ মে) থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন স্থানে কাজে যোগ দিতে মানুষের চাপ রয়েছে এবং এখনও ঘরমুখী হচ্ছে শতশত যাত্রী।
ফেরি সংকট না থাকলেও গণপরিবহন সংকটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথে পথে যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে গুণতে হচ্ছে অতিরিক্ত কয়েকগুণ টাকা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, এই নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে এখন শুধু এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার-মাক্রোবাস ও পণবাহী ট্রাক এবং যাত্রী নদী পারাপার করা হচ্ছে। তবে এখন যানবাহনের চাপ না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে উভয় পারের ফেরি ঘাটে। যাত্রী ও যানবাহন পারাপারে ফেরিগুলো সচল রয়েছে দিন রাত।