• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২১, ১১:১১ এএম

দেড় মাস পর শুরু লঞ্চ চলাচল

দেড় মাস পর শুরু লঞ্চ চলাচল

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৪ মে) ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এ সময় ঢাকাগামী যাত্রীরা লঞ্চ ঘাটে ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্র জানায়, নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৮৬টি লঞ্চ রয়েছে। ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে ফেরিতে যাত্রীর চাপ তুলনামূলক কম।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পসংখ্যক যাত্রী পারাপারের শর্তে লঞ্চ চলাচলে অনুমতি দেওয়া হলেও তা কার্যকারিতা দেখা যায়নি। এছাড়া মাস্ক ছাড়াই অনেকে পারাপার হচ্ছেন। প্রশাসনের তেমন নজরদারি লক্ষ করা যায়নি।  

গত ৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এর মধ্যে গত ৪ মে স্পিডবোট দুর্ঘটনা হয়। এরপর নৌরুটে স্পিডবোট, ট্রলার চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তবে জনগণের ভোগান্তি কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী পারাপারের নির্দেশনা দিয়ে আবারও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।