• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৯:১৪ এএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২১, ১০:৪৩ এএম

ঝোড়ো বাতাসে গাছচাপায় একজনের মৃত্যু

ঝোড়ো বাতাসে গাছচাপায় একজনের মৃত্যু

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট হওয়া ঝোড়ো বাতাসে গাছচাপায় মো. আবু তাহের (৪৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে লালমোহন উপজেলার চরসকিনা গ্ৰামে এ ঘটনা ঘটে। লালমোহনের কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরসকিনা গ্ৰামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তিনি গফুর আলী পাটোয়ারীর ছেলে। পেশায় ছিলেন রিকশাচালক।

স্থানীয় লোকজন জানান, আবু তাহের রাতে নিজ বাড়িতে রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।