• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২১, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ০৫:১০ পিএম

বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ২

বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ২

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতি মেহেদি হাসান (২৪)।

মঙ্গলবার (১ জুন)  উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নে চিলাচোঁ গ্রামে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, সালেহা বেগমের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। মেহেদি আসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইলাম জানান, ছিদ্দিকুর রহমান বাড়ির ছাদে জমানো বৃষ্টির পানি সরাতে গিয়ে পাশের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তার চিৎকারে সালেহা বেগম ও মেহেদি হাসান ছাদে গিয়ে ছিদ্দিকুর রহমানকে বাঁচানোর চেষ্টা করে।

ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান মৃত্যু হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নিহতের স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন গিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।