• ঢাকা
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ১২:২০ পিএম

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভোলার দৌলতখানে বাসচাপায় মো. রাশেদ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ জুন) রাত ১১টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের মৃধারহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাশেদ উপজেলার দলিল খায়েরহাট এলাকার নুরন্নবীর মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক।

স্থানীয়রা জানান, রাতে কাজ শেষ করে রাশেদ বাংলাবাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতখানের দিকে যাচ্ছিলেন। পথে মৃধারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।