• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৬:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০২১, ০৬:৩০ পিএম

খেলার মাঠে বজ্রপা‌তে দুই শিশুর মৃত্যু

খেলার মাঠে বজ্রপা‌তে দুই শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশনে বৃ‌ষ্টির ম‌ধ্যে মাঠে খেলার সময় বজ্রপা‌তে জ‌হিরুল ইসলাম সাগর (১০) ও সিফাত হো‌সেন শান্ত (৮) না‌মে দুই ‌শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার বিকেলে উপ‌জেলার এওয়াজপুর ইউ‌নিয়‌নের ৮ নং ওয়া‌র্ডের চরমাদ্রাজ গ্রা‌মের এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত সাগর একই গ্রা‌মের কুদ্দুস মা‌ঝির ছে‌লে ও শান্ত আব্দুল সাত্তা‌রের ছে‌লে। এ ঘটনায় মো. নূরন্নবী না‌মে এক কৃষক ও ইব্রাহীম না‌মে আ‌রেক শিশু আহত হ‌য়ে‌ছে।

এওয়াজপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো. মাহাবুব আলম খোকন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, বিকেলে  বৃ‌ষ্টির মধ্যে শিশুরা তা‌দের বা‌ড়ির পা‌শের একটি খোলা মাঠে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় মাঠে থাকা তিন শিশু ও এক কৃষক গুরুত্বর আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক সাগর ও শান্ত‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন। আহত অপর দুইজন বর্তমা‌নে চি‌কিৎসা‌ধীন আছেন।

কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. র‌ফিকুল ইসলাম।