• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৯:৫২ এএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২১, ১২:০৮ পিএম

অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক রনি মিয়া (৩০) আহত হয়েছেন।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আব্দুল আলিম (২৬) ও মোটরসাইকেলটির আরোহী দীপক হালদার (২৫)।

আব্দুল আলিম জেলার শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। দীপক হালদার (২৫) একই উপজেলার কান্দা শাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে। আহত অ্যাম্বুলেন্সটির চালক রনি যশোর জেলার কোতোয়ালী উপজেলার গোপপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আলিম রাজধানীর তেজগাঁও আড়ং কার্যালয়ে চাকরি করতেন। দীপক হালদার তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তারা দুজনই সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে ফিরছিলেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো ছ-৭১-২৪৩৫) সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী নিহত হন।

আহত অ্যাম্বুলেন্সটির চালককে মিয়া এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসা নিচ্ছেন বলেও জানান তিনি।