• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০২১, ১১:২২ এএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০২১, ১১:২২ এএম

নড়াইলে ৭ দিনের কঠোর লকডাউন 

নড়াইলে ৭ দিনের কঠোর লকডাউন 

নড়াইল জেলায় রোববার রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্ত ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার রাতে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সদর হাসতালের তত্ত্বাবধায় ডা. আবদুস শাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।

এ বিষয়ে রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুঁকি মোকাবেলায় রোববার রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্ত কঠোর লকডাউন চলবে।

জাগরণ/এমআর