• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০২১, ১২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০২১, ০২:২৩ পিএম

ভোলায় দুই মেম্বারপ্রার্থীর সমর্থকের সংঘর্ষ, নিহত ১

ভোলায় দুই মেম্বারপ্রার্থীর সমর্থকের সংঘর্ষ, নিহত ১

ইউনিয়ন পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশেনর হাজারীগঞ্জে দুই মেম্বারপ্রাথীর সমর্থকের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে মনির নামে এক যুবক নিহত হয়েছে।  

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। 

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শান্তিপুর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফা দফা সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিনিময় হয়। এতে মনির নামে একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণ করতে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সর্বশেষে খবর পর্যন্ত পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।