• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ১১:৪৪ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২১, ১১:৪৪ এএম

আফ্রিকান মাগুর বিক্রির দায়ে কারাদণ্ড

আফ্রিকান মাগুর বিক্রির দায়ে কারাদণ্ড

ফেনীতে ৭০ মণ আফ্রিকান মাগুর জব্দ করে ব্যবসায়ী মাহবুবুর রহমান মামুনকে (২৪) ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, বেশ কিছুদিন ধরে শহরের পৌর মৎস্য আড়তসহ বিভিন্ন স্থানে অবৈধ ও ভেজাল মিশ্রিত মাছ বিক্রয় ঠেকাতে অভিযান চালিয়ে আসছে মৎস্য বিভাগ। সকালে পৌরসভার ছাড়িপুর এলাকায় সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি চালিয়ে ৭০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এসময় নোয়াখালী জেলার আবদুল মালেকের ছেলে মাছ ব্যবসায়ী মাহবুবুর রহমান মামুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জাগরণ/এমআর