• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২১, ০৪:০৪ পিএম

নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা 

নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা 

নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নড়াইল পৌরসভায় বাজটে ঘোষণা করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। আগামী ২০২১-২২ বছরের জন্য (প্রস্তাবিত) বাজেট ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১ ৮০ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লক্ষ ৬৭ হাজার ১৮০ টাকা। উন্নয়ন খাতে ৩ কোটি এবং প্রকল্প ১২ কোটি ৯৬ লক্ষ ২০ হাজার টাকা ধরা হয়েছে।

২০২০-২১ অর্থ বছরে বাজেট (সংশোধিত) ছিলো ৭ কোটি ২ লক্ষ ২৩ হাজার ৮২৫ টাকা। নতুন বছরের বাজেট ঘেষণা করা হলো ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১৮০ টাকা। যা গত বছরের চেয়ে ১৬ কোটি ৫৪ লক্ষ ৬৩ হাজার ৩ ৫৫ টাকা বেশি।

এ সময় পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলী, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, রেজাউল বিশ্বাস, মাসুদ রানা বাবলু, আনিচুর রহমানসহ কাউন্সিলর, গণমাধ্যমকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাগরণ/এমআর