• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৬:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০২১, ০৬:৩৫ পিএম

ঠাকুরগাঁও পৌরসভার ৬৫ কোটি টাকার বাজেট 

ঠাকুরগাঁও পৌরসভার ৬৫ কোটি টাকার বাজেট 

২০২১-২০২২ অর্থ বছরকে সামনে রেখে ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঠাকুরগাঁও পৌরসভা। 

বুধবার (৩০ জুন) দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা এ বাজেট উপস্থাপন করেন। 

প্রস্তাবিত বাজেটে পৌরসভার উন্নয়ন খাতে ৬৪ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৫৬৭ দশমিক ৮০ টাকা ও ব্যয় খাতে ৬৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৯০১ দশমিক ৪২ টাকা ধরা হয়। অন্যদিকে আয় খাতে ৭৩ লাখ ২০ হাজার ৮০২ দশমিক ৯ টাকা প্রারম্ভিক স্থিতি ও ব্যয় খাতে ৭৮ লাখ ৫৯ হাজার ৪৬৮ দশমিক ৪৭ টাকা সমাপনী স্থিতি ধরে যাবতীয় খাতে সর্বমোট ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ দশমিক ৮৯ টাকা আয় ও ব্যয় ধরে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব রাশেদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফ হোসেন প্রধান, প্রকৌশলী বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, আবুল হাসনাত জামানসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ। 

জাগরণ/এমআর