• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৮:১৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০২১, ০৮:১৬ এএম

স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মৃত্যু 

স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মৃত্যু 

নীলফামারীর ডোমার উপজেলায় সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফণী ভুষণ ও স্ত্রী তার স্ত্রী বীরো বালা (৪৫) নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৩০জুন) বিকেলে ডোমার উপজেলার নন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেলা ৩টার দিকে কোঁদাল দিয়ে বাড়ির অদূরে কৃষি জমির পাড় ঠিক করছিলেন ফণী ভুষণ। একপর্যায়ে জমিতে পড়ে থাকা সেচযন্ত্রের বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে চিৎকার দেন তিনি। বীরো বালা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। এসময় সেখানে স্থানীয় বিকাশ চন্দ্র রায়ের একটি গরু বাঁধা ছিল। সেটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। 

জাগরণ/এমআর